মো. রমিজ আলী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড ও সন্দ্বীপ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) লাবীব আব্দুল্লাহ ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।
গত সোমবার চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) সেবা তাদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা জন্য এবং মাদক নির্মূল ও উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, পেশাদার অপরাধীসহ সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে দক্ষতা রাখায় তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়।
এবিষয়ে সীতাকুুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) লাবীব আবদুল্লাহ বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। সীতাকুণ্ড ও সন্দীপ থানার আইনশৃঙ্খলাসহ জনগণের সার্বিক সেবা প্রদানে নিজেকে নিয়োজিত করতে চাই। তাছাড়া মানুষের মধ্যে অপরাধ প্রবণতার হার কমানোর জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে জেলা পুলিশের সহায়তায় সব সময়ই কাজ করবো ইনশাল্লাহ।
অপরদিকে জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, যেকোনো স্বীকৃতি কাজের গতি এবং দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের স্বার্থে সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো আশা করি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা