কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো: নানান রঙে রঙিন হচ্ছে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ জায়গার দেয়ালগুলো।
চট্টগ্রামের কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা নগরের বিভিন্ন এলাকায় দেয়ালে আঁকছেন নানান গ্রাফিতি। আর শিল্পীর রঙ তুলিতে রঙিন হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম।
নগরীর জেলা পুলিশ লাইন্স, দেওয়ানহাট, নয়াবাজার, লালখানবাজার, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, এম এম আলী রোডসহ বিভিন্ন মোড়ে দেয়াল ও ফ্লাইওভারের পিলারে নানান চিত্রাংকন দেখা যায়।
গত ৬ আগস্ট থেকে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের এসব গ্রাফিতি অংকন। চিত্রকর্মে শিল্পীর তুলিতে জুলাই গণঅভুত্থানের বিষয়াদি উঠে এসেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা