মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। অগ্রহায়নের শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন বিভিন্ন পদের প্রার্থীরা।
ভোটারদের সঙ্গে কুশল বিনিময়সহ ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ২০ ডিসেম্বর নির্বাচনের সকল প্রার্থীরা।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায়, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, মার্কেটের সামনে, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, মিনিবাস,সিটিবাস ও দূরপাল্লার বাসসহ প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং-২২৬০) এর ত্রি-বার্ষিক নির্বাচনে ৪২ জন প্রার্থী ১৫ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে দুটি পদে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন ২জন। তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মো. আলমগীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. আলমগীর হোসেন।
এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মহিলা সমিতি স্কুল (বাওয়া স্কুল) ওয়াসার মোড়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ভোটার ৩হাজার ২শত ৮০ জন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম শ্রম আদালত-২ এর সদস্য মো. আবু আহমেদ মিয়া এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনের সিনিয়র সদস্য জিয়া উদ্দিন রানা এবং রুহুল আমিন।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন যথাক্রমে, কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি মো. সেলিম মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম ফিরোজী, কেন্দ্রীয় কমিটির বিগত নির্বাচনে বার বার নির্বাচিত কার্যকরী সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক অর্থ সম্পাদক নূর মোহাম্মদ ইলিয়াছ। কার্যকরী সভাপতি পদে ২জন এরা হলেন, বর্তমান সাধারণ সম্পাদক মো. কাজল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. আবু ফয়েজ। সহ-সভাপতি পদে ৪ জন যথাক্রমে, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুদু, বর্তমান কমিটির সহ-সভাপতি মো.আবদুল মালেক, মো.নাসির উদ্দিন ও মইন উদ্দিন।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন তারা হলেন, কেন্দ্রীয় কমিটির বর্তমান সিনিয়র সহ-সভাপতি মো.সামসুল ইসলাম (আরজু)ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৪জন তারা হলেন,কেন্দ্রীয় কমিটির বর্তমান প্রচার সম্পাদক মো. আমির হোসেন, সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মো.হেলাল উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক মো. ওয়াজেদ আলী ওমর ও পেয়ার মোহাম্মদ। সহ-সম্পাদক পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন, মো.সোহেল মাহমুদ,মো.সাইফুল ইসলাম শাহীন, মো. সোলায়মান সুমন।সহ-সাংগঠনিক পদে ৩জন নির্বাচন করছেন এরা হলেন মো. জসিম উদ্দিন, মো. নাসির উদ্দিন ও লিটন মিশ্র।
আগামী নির্বাচনে অর্থ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, মো.নজরুল ইসলাম আবুল হোসেন বাচ্চু ও মাইন উদ্দিন। প্রচার সম্পাদক পদে নির্বাচন করছেন ৩জন এরা হলেন, বর্তমান কমিটির ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম,মো. ফজলুর রহমান ও মো. জাকির হোসেন। দপ্তর সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, মো. জাহাঙ্গীর আলম ও মো. জাকির হোসেন মহাজন। শ্রম ও আপ্যায়ন সম্পাদক ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, মো. রাসেল হাওলাদার ও মোহাম্মদ এরশাদ। ক্রিয়া ও সাংস্কৃতিক পদে সর্বমোট ৫জন প্রতিদ্বন্দিতা করছেন । তারা হলেন, মো. আমিনুল ইসলাম বাচ্চু, মো.ইমাম হোসেন মাসুদ, মো. নাজিম উদ্দিন, মো.নুরুল আবসার ও মো. হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদে মোট চারজন নির্বাচন করছেন তারা হলেন, মোহাম্মদ শফি, মো. সোহাগ, মোহাম্মদ মনির উল্লাহ ও নুরুল আবছারসহ বিভিন্ন ১৪টি পদে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের প্রচার প্রচারণা প্রসঙ্গে সচেতন ভোটাররা বলেন, হালকা মোটরযানের নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। এছাড়া হ্যান্ডমাইকে প্রচারণা চালানো হচ্ছে। সচেতন ভোটাররা আরো বলেন,আগামী ২০ শে ডিসেম্বর চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের নির্বাচন। সেই নির্বাচনে প্রতীক নয়, জয়ের লড়াই হবে ব্যক্তির ইমেজে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু আহমেদ মিয়া দৈনিক যায়যায় কালকে বলেন, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের বিগত নির্বাচনগুলোর সময়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। আশা করি, এবার সেটি হবে না। কেননা, সকল প্রার্থীদের সার্বিক সহযোগিতায় এবং তাদের সু-পরামর্শে শান্তিপূর্ণভাবেই সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি আশা করি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা