
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৮:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ
চতুর্থ শ্রেণির ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ পাঁচগাছি গ্রামে মোস্তাকিন রাহাত (১০) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের আমিরুল ইসলাম ফলুর ছেলে এবং চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাতের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। তবে শিশুটির মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী শিশুটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, রাহাত তার পরিবারে সবার প্রিয় ছিল। তার এ ধরনের অস্বাভাবিক মৃত্যুতে পরিবার-পরিজন মর্মাহত।
এ ঘটনার বিষয়ে আরও তথ্য জানার জন্য পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা