লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের ১৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে কাজী মামুনুর রশিদ বাবলুকে আহবায়ক ও তাজু ভূঁইয়াকে সদস্য সচিব মনোনীত করা হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আহবায়ক বাবলু চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও সদস্য সচিব তাজু চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক।
কমিটির অন্যরা হলেন সদস্য নুর আলম বাবলু, ফারুক হোসেন মোল্লা, ইসমাইল হোসেন, সালাউদ্দিন টিটু, আবু তাহের, এম এ সামাদ, কাজী দেলোয়ার, শিমুল হোসেন, নাদিম মাহমুদ অন্তর, সিয়াম সিকদার, মো. নাজিম উদ্দিন, শাহাদাত হোসেন, দিদার হোসেন বাবলু, মিরাজ হোসেন ও সাইফুল ইসলাম রাজন।
দলীয় সূত্র জানায়, আগামি ১৭ সেপ্টেম্বর চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সম্মেলনকে সফল করতে ১৭ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটির আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু বলেন, চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগকে স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সাবেক ছাত্রলীগ নেতাদের ঠিকানা হবে স্বেচ্ছাসেবক লীগ।
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনকে গতিশীল করতে চন্দ্রগঞ্জ থানায় সম্মেলনের লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সম্মেলনের আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা