চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস কার্যালয়ে এ আয়োজনে বুধবারের বিকালটা ছিলো আনন্দমুখর। গল্প, আড্ডা, গানে গানে মেতেছিলো স্কাউট সদস্যরা।
জেলা স্কাউটস এর কোষাধক্ষ্য আসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন।
গানে গানে শুরু হয় অনুষ্ঠান। গান পরিবেশন, বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালক আব্দুর রশিদ,জেলা স্কাউটস এর সংগীত শিক্ষক তন্নী বিশ্বাস, কমল আহমেদ নিয়াজ ও তানিম।
এরপর একে একে স্মৃতিচারণ করেন, ড. এ কে এম পারভেজ ইকবাল, মৃৎশিল্পী সৈয়দ মামুন রশিদ, ভোলাহাট উপজেলা স্কাউট কমিশনার তৌফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অনান্যদের মধ্য উপস্থিত ছিলেন, আসরাফুল আম্বিয়া সাগর, খসরু পারভেজ, রাকিব উদ্দিন আহমেদ, কে এম মাহফুজুর রহমান, ভোলাহাট উপজেলা সম্পাদক রাকিবুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা সম্পাদক জাহাঙ্গীর আলী, সদর উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, হরিপুর ১ নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, মডেলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, আতাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকসহ অনান্যরা।
জেলা স্কাউট সম্পাদক গোলাম রশিদ জানান, স্কাউট সদস্যদের স্ব-উদ্যোগেই এ আয়োজন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা