ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং মরহুম আলহাজ্ব নুরুল হক স্মৃতি একদিনের মিনি গোলপোস্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
গত শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টায় পর্যন্ত অনুষ্ঠিত এই টুনামেন্টে সোনাইমুড়ী উপজেলার জুনদপুর সেতুবন্ধন একাদশ চ্যাম্পিয়ন এবং চাটখিল উপজেলার পাল্লা ব্যাচেলর স্টার একাদশ রানার্সআপ হয়।
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এল ই ডি টিভি এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এল ই ডি টিভি তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সুপ্রিম কোর্টের আইনজীবি, মরহুম আলহাজ্ব নুরুল হক কন্ট্রাক্টরের সন্তান ব্যারিস্টার মনির হোসেন কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের নেতা সামছুল আলম কিশোর, মোহাম্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হালিম (বি.এস.সি), ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী সার্জেন্ট (অবঃ) মো. জাকির হোসেন মনু। পুরো টুর্নামেন্টের পরিচালনা করেন মো. জাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, মো. আমির হোসেন (মিজান), তাজুল ইসলাম চৌধুরী, ইউ পি সদস্য মো. জাফর ইসলাম-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে বিপুল পরিমাণ কম্বল বিতরণ করেন ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যারিস্টার মনির হোসেন কাজল। এছাড়া তিনি অত্র মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুরে দুস্থ ও অসহায় মানুষের জন্য একটি মা ও শিশু হাসপাতাল তৈরির ঘোষনা দেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা