আলমগীর হোসেন হিরু, চাটখিল ( নোয়াখালী): নোয়াখালী চাটখিল উপজেলার হাটপুকিরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের রমাপুর গ্রামে আলহাজ্ব মোঃ ইউসুফ জামে মসজিদের উদ্বোধন করা হয়।
শুক্রবার জুমা নামাজের মাধ্যমে মুফতি সামছুল আলম মসজিদের উদ্বোধন ঘোষনা করেন। এসময়ে মসজিদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক দানবীর শিল্পপতি আলহাজ্ব মোঃ ইউসুফ বলেন রমাপুর, বক্তারপুর ও পূর্ব গোবিন্দপুরের তিন গ্রামের মুসল্লিদের নামাজ আদায়ের জন্য মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই সময় তিনি মসজিদটি সুন্দর ভাবে পরিচালনার জন্য এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন। বাগে ইব্রাহিম দারুল আযহা মাদ্রাসার সংলগ্ন মনোরম পরিবেশে সর্বাধুনিক সুযোগ সুবিধা রেখে এই অন্যতম দৃষ্টিনন্দন মসজিদটি প্রতিষ্ঠা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী রহমত উল্লাহ হেলাল, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান সহ সাংবাদিক ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে মুসল্লিরা সহ এলাকার সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা