

চাটখিল প্রতিনিধি
চাটখিল উপজেলার খিলপাড়া মাছ বাজার মরণ চন্দ্র বর্ধনের চা দোকানের সামনে থেকে গতকাল রোববার রাতে ১০৫পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো: মোহন (২৮) উপজেলার নোয়াখলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আবদুল মতিন লেদুর ছেলে।
থানা সূত্রে জানা যায়, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে খিলপাড়া মধ্যে বাজারস্থ মাছ বাজারের প্রবেশ মুখে মরণ চন্দ্র বর্ধনের চা দোকানের সামনে অবস্থানরত মো: মোহন (২৮) কে সন্দেহভাজন আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে তার হেফাজতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা সহ মোহন কে রাতেই চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
চাটখিল থানার ডিউটি অফিসার এসআই আলাউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে এবং সোমবার (২২ মে) দুপুরে মোহন কে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা