আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল থানা শাখার উদ্যোগে বৃহম্পতিবার বিকেলে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
চাটখিল থানা সভাপতি মাওলানা খুরশিদ আলম তালহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী উত্তর শাখা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী উত্তর সভাপতি মুফতি মুহাম্মদ আছেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী উত্তর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন নোয়াখালী উত্তর সভাপতি ডা. শাহাদাত হোসেন শাহীন, ইসলামী যুব আন্দোলন নোয়াখালী উত্তর সেক্রেটারী জিএম মাহমুদুল হাসান হামেদী, ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী উত্তর সভাপতি মুহাম্মদ ইকবাল হুসাইন সহ চাটখিল উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার অংশগ্রহনে জাতি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছে। ছাত্র-জনতার প্রত্যাশিত বাংলাদেশ গঠনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নাই উল্লেখ করে তারা বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই সমাজের সকল বৈষম্য দূর হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। ফলে শহীদদের রক্তের দায় কিছুটা হলেও পরিশোধ হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা