আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: চাটখিলে কমিউনিটি পুলিশিং এর আয়োজনে চাটখিল থানা কমিউনিটি পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে চাটখিল থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং এর ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাটখিল থানা কমিউনিটি পুলিশের সভাপতি বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ও নোয়াখালী বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান রাজিব।
চাটখিল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক গোলাম হায়দার কাজল, সাবেক জেলা পরিষদের সদস্য ইমরুল চৌধুরি রাসেল, ইউপি চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুন, বাহার আলম মুন্সি, আলমগীর হোসেন, মেহেদী হাসান বাহালুল, হারুন অর রশিদ বাহার, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবীব সমীর, বিআর ডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, কাউন্সিলর মিজানুর রহমান নান্টু, সাবেক পৌর কাউন্সিলর মমিনুল ইসলাম দুলাল ও ইউপি সদস্য মো. ওমর ফারুক।
সমাবেশে প্রধান অতিথি পুলিশ সুপার শহীদুল ইসলাম সমাবেশের উপস্থিত সকল কে সার্বিক ভাবে পুলিশকে সহযোগিতা করার বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে বলেন সুন্দর সমাজ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
সমাবেশে জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা