আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলার অধিকাংশ এলাকায় গত তিনদিন ধরে বিদ্যুৎ নেই জনদুর্ভোগ চরমে। টানা ঝড়বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । এছাড়া টানা ঝড়বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় গত ৭২ ঘন্টারও বেশি সময় ধরে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
অপরদিকে চাটখিল উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল টাওয়ারগুলোর ব্যাকআপ শক্তিও শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে মোবাইল অপারেটরগুলোর নেটওয়ার্ক। এতে প্রবাসী পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ, জরুরি প্রয়োজনে ডাক্তার ও হাসপাতালে যোগাযোগসহ নিত্য-প্রয়োজনীয় অনেক কার্যক্রমে স্থবিরতা নেমেএসেছে।
চাটখিল উপজেলার এনআরবি ব্যাংক কর্মকর্তা জিয়াউর রহমান ফরহাদ জানান, ঝড়-বৃষ্টিতে চাটখিল উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৭২ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাংকের কার্যক্রম ব্যাঘাত ঘটেছে। মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।
চাটখিল মেডিনোভা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম বলেন, বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাটে গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ নাই। হাসপাতালের এক্সরে সহ জরুরী কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগ যদি দ্রুত কাজ করে তাহলে আমরা বিদ্যুৎ পাব।
এই ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম জুনাইদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের লোকজন দিনরাত কাজ করে যাচ্ছে দ্রুত সংযোগগুলো চালু করার চেষ্টা চলছে ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা