
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
চাটখিলে নিখোঁজের ৪দিন পর পুকুর থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালী জেলার চাটখিল কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্দিক উল্যাহ্ ( ৭৮) নিখোঁজের ৪দিন পর তার মরদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।
নিহতের মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। পৌর শহরের সুন্দরপুর লদের বাড়ির একটি পুকুরে তার মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে থানায় পুলিশ হেফাজতে নিয়ে আসে।
তার বড় ছেলে শহিদুল্লাহ জানান গত শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেল থেকে নিখোঁজ হয় তার বাবা । নিখোঁজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় মাইকিং করে তার বাবার সন্ধান করেও তারা সন্ধান পায়নি । লাশ উদ্ধারের পর তিনি তার বাবার মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন দেখে বলেন এটা নিশ্চিত হত্যাকান্ড । তিনি এই হত্যার বিচার দাবি করেন। নিহত সিদ্দিক উল্যাহ বাড়ি পৌর সভার ফতেহপুর সিদ্দিক উল্যাহ্ মাষ্টার বাড়ি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান সিদ্দিক উল্যাহ মাষ্টারের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে এখনো কোন মামলা হয়নি তবে আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা