মোঃ বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে পুলিশ দেশীয় তৈরী পাইপগান ও ২ রাউন্ড বারো বোর কার্তুজ সহ একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ সলিম (৪০) প্রকাশ সেলিম উপজেলার রামনারায়ন পুর ইউনিয়নের রুহিতখালী গ্রামের সিদ্দিক উল্যাহ’র ছেলে।
রবিবার (৩সেপ্টেম্বর ) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার সময় উপজেলার রুহিতখালী থেকে গ্রেফতার করা হয়।
থানায় সূত্রে জানা য়ায় রামনারায়নপুর ইউনিয়নের রুহিতখালী গ্রামে বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামি সলিম অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। তাৎক্ষণিক এসআই মোঃ নুরুল আমিনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অভিযান চালিয়ে সলিম কে দেশীয় তৈরী ১টি পাইপগান ও ২ রাউন্ড বারো বোর কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন বিভিন্ন মামলার এজহারভুক্ত ও অস্ত্র মামলা আসামী সলিমকে দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা