আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী): নোয়াখালী জেলার চাটখিলে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এখানে কর্মরত মেডিসিন কোম্পানির প্রতিনিধিরা।
একই সঙ্গে তারা বন্যার্তদের নগদ আর্থিক অনুদান ও ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার আয়োজন করেন।
নিপ্রো জেএমআই ফার্মার এরিয়া ম্যানেজার নজির আহমেদ হারুন জানান, সংগঠনগুলোর পক্ষ থেকে বন্যার প্রথম দাফে ৩শ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের নির্দেশনা মোতাবেক বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১ হাজার বন্যার্তদের দুপুরের খাবার বিতরণ, অসচ্ছল লোকদের নগদ আর্থিক অনুদান প্রদান, ২শ পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ ও পৌরসভাসহ ২টি ইউনিয়নে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ করা হয়েছে।
এ সময়ে তাকে সহযোগিতা করেন চাটখিল উপজেলার ফারিয়ার সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক পি কে সহ মেডিসিন কোম্পানির প্রতিনিধিগণ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা