আলমগীর হোসেন হিরু, চাটখিল: নোয়াখালী জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার বার বার নির্বাচিত সাবেক মেয়র মোস্তফা কামাল লন্ডন থেকে গত শুক্রবার বিকালে চাটখিল এসে পৌঁছেন।
তিনি লন্ডন থেকে চাটখিল আসার খবর পেয়ে পৌরসভার হাজার হাজার জনতা আজিজ সুপার মার্কেটের সামনে সমবেত হয়ে তাকে ফুলেল শুভেচছা জানান।
আবেগে আপ্লুত জনতা তাদের নেতাকে কাছে পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। মোস্তফা কামাল জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে নির্যাতিত ও উপেক্ষিত হয়েছেন। আপনারা ধৈর্য রাখুন, অতি অল্প সময়ের মধ্যে দেশে আইনের শাসন বাস্তবায়ন হবে। মানুষ ন্যায়বিচার পাবে।
তিনি বিএনপিসহ অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন না। সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন না। যারা দলীয় এই নির্দেশ মেনে চলবে না তাদের বিরুদ্ধে অবশ্যই দল ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা