আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে ভাই ভাই সিএনজি ওয়ার্কশপ ও দোকানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর , নগদ টাকাসহ মালামাল লুটপাট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে। এ সময় সন্ত্রাসীদের হামলায় দোকান মালিকসহ ৪ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করে।
এই ব্যাপারে বুধবার রাতে দোকান মালিক মো: হাশেম বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, বুধবার সকালে ফাওড়া নতুন বাড়ির আবু কালামের ছেলে মো: স্বপন (৪৫) হাশেমের দোকান থেকে সিএনজি অটোরিকশার কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। দুপুরে স্বপন আবার হাশেমের দোকানে আসলে হাশেম চুরি হওয়া মালামাল ফেরত চায়। এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি এক পযার্য়ে স্বপন তার সহযোগী মো: একরাম (৩০) বাচ্চু পাঠান (৫০) ও মো: কালা (৩৫)-কে ডেকে এনে হাশেমের উপর হামলা করে তার সন্তান রাহিম (৪)-কে মারধর করে। এ সময় বাজারে উপস্থিত মো: সেলিম (৩০) ও জাহাঙ্গীর আলম (২৫) এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আহত করে। হামলাকারীরা এসময় ৫০ হাজার টাকার যন্ত্রপাতি ও তার ক্যাশ বাক্স ভেঙে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
চাটখিল থানার ডিউটি অফিসার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এই ব্যাপারে এসআই মোস্তাফিজ রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা