

আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল বাজারের ওষুধ ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রার্থী নুর হোসেন এর নামে ফেইক আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। এই ব্যাপারে নুর হোসেন গতকাল শুক্রবার রাতে চাটখিল থানায় ফেইক আইডি ব্যবহারকারী অজ্ঞাতনামা বক্তির বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, Md Arif Khan নামীয় ফেইক ঐ আইডির প্রোফাইল পিকচার হিসাবে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া এই আইডি থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির সহ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। নুর হোসেন নিজের রাজনৈতিক ও সামাজিক মানসম্মান ক্ষুন্ন'সহ ভবিষ্যতে আরো বড় ধরনের ক্ষতির আশংকা থেকে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা