আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন কর্তৃক বৃহস্পতিবার দুপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এক সংবর্ধনা সভা চাটখিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমুন নেছা।
বিশেষ অতিথি ছিলেন চাটখিল পাঁচগাঁও মাহাবুব সরকারি কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী ফারুকী, চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডি'র কেন্দ্রীয় নেতা ও চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, বিএনপি নেতা আহসানুল হক মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল কামিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সেলিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সভা পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার আলী হোসেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা