

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী) : চাটখিল উপজেলার সোমাপাড়া কলেজের তিন দফা দাবিতে শিক্ষার্থীরা বুধবার দুপুরে কলেজ অফিস কক্ষ ও অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।
তবে এসময় অধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেন না। তাদের তিন দফা দাবি না মানা পর্যন্ত তারা তালা খুলবে না বলে জানিয়েছে।
শিক্ষার্থীরা জানায়, যুক্তি বিদ্যার শিক্ষক জাহাঙ্গীর আলমের পদত্যাগ, প্রতিটি শ্রেণিকক্ষে সাউন্ডবক্স ও হিসাব বিজ্ঞানের শিক্ষক নিয়োগ দিতে হবে। তাদের এই দাবিগুলো মানা হলে তারা তালা খুলে দিবে বলে জানায়।
এ বিষয় কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, অসুস্থতার কারনে তিনি গত কয়েক দিন ধরে কলেজে যেতে পারছেন না। শিক্ষার্থীদের প্রতিটি শ্রেণি কক্ষে সাউন্ডবক্স লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষক নিয়োগ এনটিআরসি’র হাতে, আমাদের হাতে নেই। তবে খোঁজ নিয়ে জানতে পারছি, আমরা অতিদ্রুত সময়ের মধ্যে হিসাব বিজ্ঞানের শিক্ষক পাবো। জাহাঙ্গীর আলমের পদত্যাগের বিষয় কলেজ গর্ভনিং বডি সিদ্ধান্ত নিবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা