বৃহস্পতিবার, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিল বদলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই 

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলার বদলকোট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, খবর পেয়ে চাটখিল ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে  গিয়ে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, এর মধ্যে ১৫ টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মনির হোসেনের লন্ডি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে পিংকু মুন্সির ইলেকট্রিক দোকান,মিজান পাটোয়ারের কাপড়ের দোকান, সরাফতের মুদি দোকান, ইসলামিয়া লাইব্রেরী, মা মেডিসিন স্টোর, মুন্সি হার্ডওয়ার সহ ১৫ টি দোকান পুড়ে যায়।
 বাজারের ব্যবসায়ী জেএসডি নেতা মোঃ আব্দুল গোফরান খন্দকারের সাথে কথা বললে তিনি জানান, অগ্নিকান্ডে প্রায় ৫০লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এব্যাপারে ফায়ার সার্ভিসের কর্মকর্তা চন্দ্র শেখরের সাথে কথা বললে তিনি জানান, অগ্নিকাণ্ডের পর পরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়নি।

স্থানীয় লোকজন ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে কিছু ব্যবসায়ী ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে খারাপ আচরণ করে।  চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ ও চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *