
যায়যায়কাল প্রতিবেদক: 'ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদদের সমন্বয়ে অতীতে দেশে একটি গোষ্ঠীতন্ত্র (অলিগার্ক) তৈরি হয়েছিল। এই অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলি চামচা পুঁজিবাদ। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এখানে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্কারের মাধ্যমে এই চোরতন্ত্র ভাঙতে হবে।'
বুধবার বরিশালে আয়োজিত নাগরিক সংলাপে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা ও তা পূরণের পদ্ধতি নিয়ে একটি হোটেলে এই সংলাপের আয়োজন করা হয়।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'এমন ব্যবস্থা নিতে হবে, যাতে কেউ পেছনে পড়ে না থাকে। কারণ, কাউকে পেছনে ফেলে রাখলে সে-ও সমাজকে পেছনে টেনে ধরবে।'
তিনি বলেন, 'নির্বাচনের কোনো অনিশ্চয়তা দেখছি না, নির্বাচন ক্রমান্বয়ে অনিবার্য ঘটনায় পরিণত হচ্ছে। আমরা নির্বাচনকে একটি সুযোগ হিসেবে দেখতে চাই। এর লক্ষ্যে সংস্কারের ধারা অব্যাহত থাকুক।'
তিনি আরও বলেন, 'রাজনৈতিক দলগুলোকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং নেতাদের মানুষের কথা শুনতে হবে। আঞ্চলিক সমস্যাগুলো যেন রাজনৈতিক দলগুলোর ইশতেহারে স্থান পায়, সে জন্যই এই সংলাপের আয়োজন।'
'আগামী নির্বাচনে কী প্রত্যাশায় ভোট দেবেন?' ও 'নবনির্বাচিত সরকারের কাছে কী প্রত্যাশা?'—এই শিরোনামে মুক্ত আলোচনায় রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, উন্নয়নকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস বলেন, এ অঞ্চলে কর্মসংস্থান বাড়াতে গ্যাস সরবরাহ জরুরি। ভোলার সঙ্গে পাইপলাইন স্থাপন করা গেলে এখানকার অর্থনীতি গতি পাবে। বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী বলেন, কৃষিভিত্তিক শিল্প ও পর্যটনের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন সম্ভব।
সভায় বক্তারা জনসংখ্যার বদলে দারিদ্র্য ও অনগ্রসরতার ভিত্তিতে বাজেট বরাদ্দের দাবি জানান। এ ছাড়া উপকূলীয় অঞ্চলের যোগাযোগ, কৃষি ও শিল্পের জন্য বিশেষ বরাদ্দ, নির্বাচনের জামানত কমানো, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অনগ্রসর 'মান্তা' সম্প্রদায়ের জন্য বিশেষ প্রকল্প গ্রহণের দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, বাসদ, এনসিপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা