মো. আলমগীর হোসেন, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রাজঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চাল আত্মসাৎ এর অভিযোগ ওঠে।
অভিযোগকারী চার ব্যক্তি হলেন সাবিত্রী তাঁতি, মঙ্গলা তাঁতি, বিনতা তাঁতি এবং হাসিনা বেগম। এই অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিন ভুক্তভোগীদের বাড়িতে যায় যায়যায়কালের এই প্রতিবেদক।
চাল আত্মসাতের অভিযোগকারী মিনতী তাঁতী এবং সাবিত্রী তাঁতী যায়যায়কালকে বলেন, ‘আমরা কাউকে বলি নাই যে সেলিম মেম্বার আমাদের চাল দেয় না। সেলিম মেম্বার ভালো মানুষ। তিনি আমাদের খবর দিয়ে চাল দেয়। এই সমস্ত কোনো অভিযোগ বা সংবাদ আমরা কাউকে দেই নাই।’
অভিযুক্ত সেলিম মেম্বারকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি যায়যায়কালকে বলেন, ‘আমি বর্তমান মেম্বার। আমার নামে কোনো চালের ডিলার নাই। এটার ডিলার ফয়েজ মিয়া। আমি শুধু চাল সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা তা মেম্বার হিসেবে তদারকি করি। আমার প্রতিপক্ষ আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যারা আমার নামে অভিযোগ এনেছেন তাদের সরাসরি জিজ্ঞাসাবাদ করেন। তাইলে সঠিক তথ্য পেয়ে যাবেন। আমার নামে মিথ্যা অপবাদ এবং অপপ্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ বলেন, ‘সেলিম মেম্বার চাল নেয়ার সময় হলে সবাইকে খবর দেয়। সে খুব ভালো লোক। আমরা এই মিথ্যা প্রচারের নিন্দা করি।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা