রুহআমনি বাবু, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে একজন ইজিবাইক চালককে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা তার ইজিবাইক ছিনতাই করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার নিহতের ভাই বাদী হয়ে এই ঘটনায় চিতলমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের নাম আনোয়ার মোল্লা ওরফে আনো (৪৫) এবং তাকে হত্যায় আটককৃতরা হলেন কচুয়া উপজেলার গজালিয়া মান্দারতলা গ্রামের আকরামের ছেলে সজিব শেখ (২১) ও নাজিরপুর উপজেলার বাকশী গ্রামের সুবেদ মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯)।
আটককৃতরা হত্যার দায় স্বীকার করেছে। তারা জানায়, একটি শক্তিশালী চক্রের হয়ে কাজ করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার রায় জানান, নিহত আনোয়ার বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা গ্রামের সলেমান মোল্লার ছেলে।
আনোয়ার মোল্লা আনোর ইজিবাইকে চারজন আসামি শুক্রবার রাত আটটার দিকে বাগেরহাট বাজার থেকে চিতলমারী যাওয়ার যাত্রী হয়ে ওঠে। তারা চিতলমারীর সন্তোষপুর গ্রামে পৌঁছালে অস্ত্রের মুখে ইজিবাইকের চাবি চাইলে চালক আনোয়ার তা দিতে অস্বীকার করে। এসময় ছুরি দিয়ে তার গলাকেটে হত্যা করে। এই ব্যাপারে চিতলমারী থানায় নিহতের ভাই দেলোয়ার মোল্লা বাদী হয়ে মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা