খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: রংপুর-দিনাজপুর মহাসড়কে ট্রাক্টরেরর চাকায় পিষ্ট হয়ে রিয়ায়েদ হক ওরফে বাঁধন নামে এক মোটরসাইকেল চালকেরর ঘটনাস্থলেই মৃত্যু এবং তার ছোটভাই প্লাবন আহত হয়েছে।
সড়ক দুর্ঘটনাটি বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রংপুর-দিনাজপুর মহাসড়কে মেসার্স স্মিতা ফিলিং স্টেশনের সামনে ঘটেছে। নিহত রিয়ায়েদ হক ওরফে বাঁধন (৩৫) উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের হকশাহপাড়ার মো. নাজমুল হক শাহর ছেলে।
জানা গেছে, রিয়ায়েদ হক ওরফে বাঁধন তার ছোটভাই প্লাবনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নিলফামারীর সৈয়দপুরে ইকু পেপারস মিলে যাওয়ার পথে ওই স্থানে পৌঁছলে একটি ডাম্পট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে মহাসড়কে পড়ে যায়। এসময় একটি দ্রুতগামী বালুবাহি ট্রাক্টর বাঁধনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক্টরচালক ট্রাক্টরটি রেখে পালিয়ে যায়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও ট্রাক্টরচালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা