যায়যায় কাল প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না।
রোববার বাস চালক ও কাউন্টারের কর্মীরা জানিয়েছেন ‘নাশকতার শঙ্কায়’ ঢাকা থেকে বাইরের জেলার উদ্দেশে কোন বাস টার্মিনাল থেকে তারা বের করছেন না।
রাজধানীর মহাখালী, গাবতলী এবং সায়েদাবাদ টার্মিনাল ঘুরে দেখা গেছে দূরপাল্লার বাসগুলো দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে।
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম বলেন, দূরপাল্লার বাস ছাড়ার পরিবেশ নাই। দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে।
মহাখালী থেকে সিলেট, ময়মনসিংহগামী এনা ট্রান্সপোর্টের বুকিং সহকারী ইমন ইসলাম বলেন, আমাদের কোনো বাস ছাড়ছে না। কিছু হলেই তো বাসে আগুন দেয়। তাই আমাদের গাড়ি ছাড়ছে না।
এই টার্মিনাল থেকেই নওগাঁগামী একতা পরিবহনের চালকের সহকারী রাসেল হোসেন বলেন, আমাদের বাস চলাচল বন্ধ। আগুন লাগলে তো সব গেল। এখন না চললেও আবার লস। কিছুই করার নাই। আমাদের কষ্ট কে বুঝবে?।
ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে চলাচল করা জলসিঁড়ি পরিবহনের চালক আবদুল্লাহ বলেন, বাস বন্ধ। আমাদের আয়ও বন্ধ। আমাদের দেখার কেউ নাই।
সায়েদাবাদ থেকে চাঁদপুরগামী আল আরাফাহ পরিবহনের বুকিং সহকারী ফারুক হোসেন বলেন, বাস আজকে ছাড়ি নাই আমরা । একটা বাস পোড়ায় দিলে অনেক টাকার ক্ষতি।
সরকারের কাছ থেকে নিরাপত্তা পেলে রাস্তায় বাস নামানো হবে বলে জানান ফারুক।
হানিফ পরিবহনের গাবতলী কাউন্টারের বুকিং সহকারী জিহাদুল ইসলাম বলেন, মূলত নাশকতার শঙ্কা থেকেই বাস বন্ধ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা