মীর আমান মিয়া লুমান, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে দিয়ে আরও বড় বিপত্তিতে পড়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলা পৌর শহরের আবু সাঈদ বিপ্লব । তার সংশোধিত এনআইডিতে সব তথ্য ঠিক থাকলেও জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে হয়ে গেছে তুরষ্ক।
বিপ্লব বলেন, ‘সব ডকুমেন্ট দিয়ে সংশোধন আবেদন করেছি। সংশোধনের মেসেজ পেয়েছি কোন রকমের ভোগান্তি ছাড়া। তবে উপজেলা নির্বাচন অফিস বলেছে সার্ভার বিভ্রান্তির কারনে এই সমস্যা হয়েছে। আমি নাম সংশোধন করাতে যেয়ে দেখি এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি তুরস্কে জন্মগ্রহণ করেছি।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, সার্ভারের সমস্যার কারনে এটি হয়েছে। ‘জেলা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। ভোক্তভাগী জেলা অফিসে গেলেই দ্রুত সময়ের মধ্যে সঠিক তথ্য সম্বলিত ভোটার কার্ডটি পেয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা