নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম ইউনিট পল্টন থানা ছাত্রলীগের আওতাধীন নয়াপল্টন ইউনিট ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ কাজী হুজায়ফা রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ সরকার।
রোববার (২৮ নভেম্বর) পল্টন থানা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন এবং সাধারণ সম্পাদক সি.এম. পিয়াল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নব-গঠিত নয়াপল্টন ইউনিট ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি পদে মাসুদ হোসেন ও ফারহান অলি চৌধুরী জিসান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাফিউল আজাদ আরিয়ান ও আশরাফুল ইসলাম রকি। সাংগঠনিক সম্পাদক পদে মো. সানি ও মো. মামুন ইসলাম রয়েছেন।
এদিকে, পল্টন থানা ছাত্রলীগের আওতাধীন নয়াপল্টন ইউনিটের সভাপতি ছাত্রনেতা হুজায়ফা এবং ছাত্রনেতা বিশ্বজিৎকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় পল্টন এলাকায় আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।
যায়যায়কাল/২৯নভেম্বর২০২১/বাস/জেই/
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা