ফজলুল করিম, চট্টগ্রাম: চট্টগ্রামে জঙ্গল সলিমপুর ছিন্নমূলের প্রতিষ্ঠাতা আলী আক্কাসের স্মরণ সভা এস এম পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টায় সীতাকুণ্ড বিএনপির আহ্বায়ক ইসহাক কাদের চৌধুরী ও ছিন্নমূলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আলী আক্কাস, শাহাদাৎ হোসেন ছোটন, আব্দুল কাইয়ুম ইউসুফের স্মরণে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মুরসালিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড তাঁতিদলের সভাপতি লোকমান হাকিম ও সলিমপুর যুবদলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বার, লায়ন আসলাম চৌধুরীর পিএস মনজুরুল আলম মন্জু।
উক্ত স্মরণ সভার সভাপতিত্ব করেন ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছায়েদুল হক ছাদু।
স্মরণ সভার সঞ্চালনায় ছিলেন বোরহানউদ্দিন জিয়া ও মিজানুর রহমান রাজু। কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইমরান।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আমিন মনা, বাবুল, মামুন, ইয়াছিন, নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান, ছাত্রদলের সভাপতি আরিফ আহমেদ রিয়াজ, ছাত্রদল নেতা নেয়াজ মোরশেদ জীবন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অপু, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা ফরহাদ, নুরুল হক ভান্ডারি, হেলাল, সাত্তার, বাচ্চু, আহম্মদ উল্লাহ, আবু তাহের, সুমন চৌধুরী, লুৎফুর রহমান, সাবেক ছাত্রনেতা পেয়ার, আব্দুর রহমানসহ বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা