ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯৯ এর কল পেয়ে উদ্ধার কাজে গিয়ে ছুড়িকাঘাতে আতিকুল্লাহ (৪৫) নামের এক এস আই আহত হয়েছেন। আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আতিকুল্লাহকে এয়ার এম্বুলেন্সে ঢাকা নেওয়া হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এঘটনা ঘটে।
এস আই আতিকুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন। এঘটনায় সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, ৯৯৯ এর একটি কলে জানানো হয় সদর উপজেলার নাটাই বেহাইর গ্রামে এক ছেলে তার মা বাবাকে ঘরে বন্ধি রেখে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই কল পেয়ে ফায়ারসার্ভিস ও সদর থানার পুলিশ গিয়ে মা-বাবাকে উদ্ধার করে। সে তার মা-বাবাকে উদ্ধার হওয়া দেখে ক্ষোভের কারনে সদর থানার এসআই আতিকুল্লাহকে ছুড়িকাঘাত করে। আহত এসআইকে সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার এয়ার এম্বুলেন্সে ঢাকা পাঠানো হয়েছে। হামলাকারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর হামলাকারী সাইদুল ইসলামের মা-কে উদ্ধার পর জেলা সদর হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে৷