মো. আলমগীর হোসেন, মৌলভীবাজার: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জগন্নাথপুরের রশিদিয়া এতিমখানা হিফজুল কুরআন মাদ্রাসার শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক।
মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম এর উপস্থিতিতে রোববার এই উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.বি. ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক নূরুল ইসলাম কামরান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপহার পেয়ে শিশুদের মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয়রাও আইএফআইসি ব্যাংকের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা