যায়যায় কাল প্রতিবদেক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরে হামলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হলে রায়সাহেব বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখান তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলের হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
গুলিবিদ্ধদের মধ্যে দুজনের পরিচায় জানা গেছে। তারা হলেন- ম্যানেজমেন্ট বিভাগের ফেরদৌস আহমেদ এবং মার্কেটিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিক। আহত বাকিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আরিফ বলেন, আমরা চারজন গুলিবিদ্ধ শিক্ষার্থীকে পেয়েছিলাম, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আরেকজন শিক্ষার্থী ছুরির আঘাত নিয়ে এসেছিলেন।
এদিন দুপুরে ৩টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। এরপর ক্যাম্পাসের মূল ফটকে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন। এসময় যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা ক্যাম্পাসের ভেতরে ঢুকে যান।
পরে আন্দোলনকারীরা মূল ফটক থেকে লাঠিসোঁটা নিয়ে রায়সাহেব বাজার মোড়ে পৌঁছালে গুলির ঘটনা ঘটে।
এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় দখল করে স্লোগান দিতে থাকেন। রায়সাহেব বাজার ছাড়াও বাহাদুর শাহ পার্ক এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসব এলাকায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা