

কামরুল হাসান, ভুজপুর(চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী, নাজিরহাট পৌর মেয়র একে জাহেদ চৌধুরী,ফটিকছড়ি পৌর মেয়র মো. ঈসমাইল হোসেনসহ ৪ আওয়ামীলীগ নেতা জনপ্রতিনিধি পদ হারিয়েছেন।
রোববার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশের ৬০ জেলা পরিষদ ও ৪৯৩ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ। যার মধ্যে রয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও ফটিকছড়ি ও নাজিরহাট পৌর মেয়র।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনায় সরকার জনস্বার্থে যেকোনো সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করতে পারে এবং সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারে।
এই আইন অনুযায়ী, অপসারিত জনপ্রতিনিধিদের মধ্যে ফটিকছড়ি উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফটিকছড়ি পৌরসভায় ফটিকছড়ি সহকারী কমিশনার ( ভূমি),নাজিরহাট পৌরসভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ( ভূমি),জেলা পরিষদে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
এই বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, তিনি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর এবং এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা