সাকিল জোয়ারদার, গাবতলী (বগুড়া): বগুড়া গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামে তামিম (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা দিতে মরিচ ক্ষেতে কীটনাশক দিয়ে বাড়ি ফিরলে শরীরে বিষক্রিয়া দেখা দেয়। এরপর শুরু হয় বমি এবং দুর্বল হতে শুরু করে শরীর।
বিকাল ৬ টার দিকে পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বুধবার সকাল ১০ টায় গ্রামের বাড়িতে তার জানাযা সম্পন্ন হয় এবং কবরস্থ করে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এলাকার সচেতন নাগরিকদের সাথে কথা বললে তারা জানায়, মুখে মাস্ক না পরে কীটনাশক প্রয়োগ করায় নাক ও মুখ দিয়ে দেহের ভিতরে কীটনাশক প্রবেশ করে। ফলে বিষক্রিয়া শুরু হয়। সচেতন না হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে অভিমত গ্রামবাসীর। এরকম অকাল মৃত্যু যেন কারো না হয়, এজন্য সবাইকে সচেতন থাকার আহ্ববান জানান সচেতন গ্রামবাসী।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা