মো. সাইফুল ইসলাম, নীলফামারী: নীলফামারীর ডিমলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক নেতাসহ তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে।
ঘটনায় জড়িত ডিমলার গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনার রশিদ মামুনের শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পশ্চিম খড়িবাড়ি এলাকার কর্ণগ্রুপ বে-ক্রিয়েশন লিমিটেডের শ্রমিক নেতা জাহিদুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে নীলফামারী প্রেসক্লাবে ন্যায় বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলন করে শ্রমিক নেতা জাহিদুল ইসলাম।
অভিযোগে জানা যায়, জমি-জমার বিরোধের জের ধরে ৪ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা রশিদের নেতৃত্বে জাহিদুলের বাড়িতে অতর্কিত প্রবেশ করে হামলা ও মারধর করা হয়। এ সময় জাহিদুল ইসলাম ছাড়াও তার মা হনুফা বেগম এবং ভাবি বিলকিস আক্তার আহত হন।
শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের উপর অন্যায় অত্যাচার করে আসছিলো মামুন মাস্টার। এ ঘটনায় ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পশ্চিম খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনার রশিদ মামুন বলেন, অভিযোগটি সত্য নয়। আমার শ্যালকের জমি নিয়ে তাদের সাথে বিরোধ চলছে। আমরা স্থানীয়ভাবে বসেছিলাম কিন্তু তারা জমি পাওয়ার স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে না পারায় সেটি অমীমাংসিত থেকে যায়। তবে বিষয়টি থানা পুলিশ এবং বিএনপি নেতৃবৃন্দও অবগত রয়েছেন বলে জানান তিনি।
ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) দেবাশীষ রায় জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিলো। স্থানীয়ভাবে মীমাংসারও উদ্যোগ নেয়া হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা রুপগঞ্জের কর্ণগ্রুপ বে-ক্রিয়েশন লিমিটেডের শ্রমিক ইউনিয়নের নেতা জাহিদুল ইসলাম। তিনি ১১ মে কর্ণগ্রুপ বে-ক্রিয়েশন লিমিটেডে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বিপুল ভোটে মোবাইল প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা