নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট আদালতে বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধীসহ সর্বসাধারণের সুবিধার্থে সরকারি অফিস ও আদালতে এই প্রথম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বহুতল ভবনের লিফট উদ্বোধন করেছেন জেলা ও দায়রা জজ মো. নুর ইসলাম।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে এ লিফট উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,জেলা লিগ্যাল এইড অফিসার সামিউল ইসলাম, জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ডক্টর ফারজানা আক্তার, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আরাফাত হোসেন মুন ও কোর্ট ইনস্পেক্টর আব্দুল লতিফ খাঁনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মো. নুর ইসলাম বলেন,বয়স্ক,অসুস্থ, প্রতিবন্ধীসহ সাধারণ মানুষ আইনি সেবা ভালোভাবে পাওয়ার জন্য এই লিফটের সুবিধা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা