প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
জয়পুরহাটে জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মোঃ সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: জয়পুরহাটে জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আহসানুল হাবিব খান।
জেলা রোভারের আহবায়ক কমিটির সদস্য সচিব শর্মিলা দাস, নির্বাচন কমিশনার ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কাউন্সিলে কমিশনার পদে জয়পুরহাট সরকারি কলেজে শিক্ষক মাহবুব মোর্শেদুল আলম লেবু কমিশনার এবং পাঁচবিবি ডিগ্রী কলেজের শিক্ষক আজিজার রহমান প্রত্যক্ষ গোপন ভোটে সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে জামালগঞ্জ কলেজের শিক্ষক আব্দুল আলীম ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সালেহুর রহমান সজিব।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০৩ জন কাউন্সিলরের মধ্যে ৬৫ জন ভোট দেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা