এস রহমান সজীব, জয়পুরহাট : বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্ট আয়োজন করে চলছে দেশের বিভিন্ন জেলার শিল্পীরা। সেসব কনসার্টে পারিশ্রমিক ছাড়াই অংশ নিতে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলোকে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাটে ও কনসার্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের আবুল কাশেম ময়দানে উন্মুক্ত কনসার্ট এর আয়োজন করেছে জয়পুরহাটের সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় প্রাঙ্গণ’। এই উন্মুক্ত কনসার্টের সার্বিক সহযোগিতা করেছেন জয়পুরহাট জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা শিল্পকলা একাডেমী।
প্রিয় প্রাঙ্গন সংগঠনের সভাপতি রবিন আহমেদ বলেন, মানুষ মানুষের জন্য। সেজন্য আমরা কন্ঠশিল্পী হিসেবে এগিয়ে এসেছি। বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেছি আমরা। যেখানে জেলার শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বুথ খোলা হয়েছে যেখানে মানুষ গান শুনার পাশাপাশি নগদ অর্থ প্রদান করছে। আমরা সব সময় বন্যার্তদের পাশে আছি।
প্রিয় প্রাঙ্গন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বেবী বলেন, বন্যার্ত মানুষের পাশে আমরা নগদ অর্থ সংগ্রহ করছি সন্ধ্যা থেকে। এই ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে একজন শিল্পী হিসেবে এগিয়ে এসেছি। আমাদের প্রিয় প্রাঙ্গনের শিল্পীরাও কনসার্টের নগদ অর্থ দিচ্ছি। দ্রুত বানভাসি মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুক এটাই কাম্য। এই কনসার্ট চলাকালে ১ লাখ ৩২ হাজার ৩৫৭ টাকা সংগহ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা