

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার সকাল ১১টায় জয়পুরহাট সুগার মিল প্রশিক্ষণ কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তারেক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে হাসনাতুল কবির।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া অগ্রগতি কল্পনা করা যায় না। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি। অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল, উদ্ভাবনী শক্তি ও নতুন চিন্তার জগৎ উন্মোচন করে। বক্তারা শিক্ষার্থীদের প্রতি বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত বিজয়ীদের হাতে পরে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। এসময় শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ছাত্র শিবিরের জেলা শিক্ষা সম্পাদক। সমগ্র আয়োজনকে সফল করতে সহযোগিতা করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা যৌথভাবে আগামী প্রজন্মকে বিজ্ঞান ও শিক্ষার আলোয় আলোকিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা