নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনের মাধ্যমে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে।
শনিবার(০৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের খাড়াখাড়ি নদীর ব্রীজ এলাকায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান মিঠু।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের জয়পুরহাট কার্যালয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মুনসুর আলী, বনায়ন কর্মসূচির ঠিকাদার আল আমিন,ইউপি সদস্যরাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গরা।
এবিষয়ে বনায়ন কর্মসূচির ঠিকাদার আল আমিন সাংবাদিকদের জানান, জামালপুর ইউনিয়নের আওতাধীন খাড়াখাড়ি নদীর উভয় র্তীরে দীর্ঘ এলাকাজুড়ে ৫ হাজার বনজ ও ৪ হাজার ফলজ গাছের চারা রোপন করা হবে। শনিবার দুপুরে বৃক্ষরোপণের উদ্বোধনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু করা হইলো বলেও তিনি জানান।
যায়যায়কাল/০৩সেপ্টেম্বর২০২২/কেএম
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা