এস রহমান সজীব, জয়পুরহাট : জয়পুরহাটে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় জহুরুল ইসলাম (৫১) নামের এক এনজিও কর্মকর্তা মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার জয়পুরহাট-ধলাহার সড়কে এ দূর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জহুরুল ইসলাম সদর উপজেলার আটঠোকা গ্রামের বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ওসি হুমায়ূন কবির জানান, জহুরুল ইসলাম কোরবানী কেনার উদ্দেশ্য শালপাড়া গরুর হাটে যাচ্ছিলেন।
পথে বিষ্ণুপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গরু বোঝায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ধাক্কায় দেয়। এতে জহুরুল ইসলাম গুরুতর আহত হন। পরে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা