

এস রহমান সজীব, জয়পুরহাট: দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোখানে জয়পুরহাটে উদযাপিত হচ্ছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষ্যে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।।
শুক্রবার সকাল দশটায় যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়র রহমান। এসময় বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল মুহাঃ শামছুল আলম ভুইয়া প্রমুখ।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, যুব উদ্যোক্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন দক্ষ যুব সমাজ গড়তে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা