

এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার ২১ ডিসেম্বর -২০২৩ বাদ ফজর নামাজ শেষে জেলা শহরের গুলশান মোড় সংলগ্ন জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরি হেলিপ্যাড মাঠে ডা. আমিরুল ইসলামের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই ইজতেমা।
সুদুর দিল্লি নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের মূলধারার সাথীদের আয়োজনে শুরু হওয়া ইজতেমায় ঢাকা কাকরাইল মসজিদ মার্কাজের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুকিম (মুরুব্বি) আল্লামা মাওলানা মুয়াদ বিন-নূর, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা রুহুল আমিন সহ ইন্দোনেশিয়া থেকে আগত সন্মানিত ৮ সদস্যের একটি মেহমান দল উপস্থিত রয়েছেন।
ইজতেমা ময়দানে বিশাল শামিয়ানা বেষ্টিত স্থানে প্রায় ৩০ হাজার আগত ধর্মপ্রাণ মুসল্লির থাকার ব্যবস্থা করা হয়েছে বলে ইজতেমা সূত্রে জানা গেছে । নামজ কালাম,তাসবি তাহলিল ও জিকির আজগারে এখন মুখরিত ইজতেমার ময়দান। আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা