এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন ও আরো ১ জনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ৩০ জানুয়ারি,২০২৪ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার মহিপুর এলাকার ছানোয়ার হোসেন, সদরের রহিমাপুর এলাকার রাব্বি হাসান লিটন ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মাহফুজ। এছাড়া দিনাজপুরের হাকিমপুর উপজেলার এরফান রশিদকে ১০ বছরের সাজা দেওয়া হয়। এর মধ্যে ছানোয়ার পলাতক রয়েছেন।মামলা সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার নিলতাপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী মেরিনার কিছু টাকা মানুষের কাছে সংরক্ষিত ছিল। সেই টাকা ছানোয়ার দীর্ঘদিন থেকে এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই জেরে ২০১৯ সালের ১০ মার্চ রাতের কোনো একসময় আসামি ধারালো অস্ত্র দিয়ে মেরিনাকে মাথায় ও ঘাড়ে আঘাত করে হত্যা করেন।অপরদিকে, ২০২১ সালের ১৩ ডিসেম্বর সদর উপজেলার ধলাহার রঘুনাথপুর এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিল সহ রাব্বি হাসান লিটন ও ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর বিনধারা এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিল সহ মাহফুজ ও এরফানকে গ্রেফতার করেন পুলিশ।পাবলিক প্রসিকিউটর এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা