নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি: র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান(আর্টিলারি) ও সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার সদর থানাধীন সার্কিট হাউজ এলাকা থেকে সোমবার সন্ধায় ওয়ারেন্টভুক্ত যৌতুক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুল হাকিম মন্ডল (৩৬) কে আটক করেছে জয়পুুরহাট র্যাব-৫ এর সদস্যা।
আটককৃত আসামী হলেন,জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা এলাকার মোঃ আবতাব হোসেনের ছেলে মো. আব্দুল হাকিম মন্ডল।
সোমবার (২৯ আগস্ট) রাতে র্যাব-৫ জয়পুুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটককের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আটকের পর আটককৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
যায়যায়কাল/২৯আগস্ট২০২২/কেএম
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা