নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাট ক্ষেতলালে বাংলাদেশ সেনাবাহিনী ভূমিহীন গৃহহীনদের জন্য আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সেমি পাকা ৫০ টি গৃহ নির্মান ব্যারাক কাজ সমাপ্ত করে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলার মির্জাপুর মৌজার ফেরসা নামক স্থানে নির্মিত আশ্রয়ন-২ প্রকল্পে এসব ঘরের চাবি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন সেনা কর্মকর্তা লেপ্টেন কর্নেল মাহফুজ।
বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না‘। আশ্রয়ন প্রকল্পগুলো বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় নির্মান কাজ সমাপ্ত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনকে সহায়তার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মির্জাপুর মৌজার ফেসরা আশ্রয়ন-২ প্রকল্পের ৫ টি ইউনিট বিশিষ্ট ১০ টি সেমি পাকা ব্যারাক হাউজ নির্মান শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আনুষ্ঠানিক ভাবে আশ্রয়ন প্রকল্পের চাবী হস্তান্তর করেন সেনা কর্মকর্তা লেপ্টেন কর্নেল মাহফুজ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ আশ্রয়নের ব্যরাক হাউজ গুলোতে ৫০ টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেপ্টেন কর্নেল মাহফুজ, মেজর হাবিব।
এই প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম,ইউপি সদস্যরাসহ জেলা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা