ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন "জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ফিরোজ কবির, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রেডিট সুপারভাইজার খোরশেদ আলম। সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে কর্মসুচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা