ভবদিশ চন্দ্র, (নীলফামারী)জলঢাকা প্রতিনিধি: "পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন" এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মাথাভাঙ্গা এলাকা পরিদর্শন করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার ও পরিসংখ্যান তদন্তকারী ও প্রদানকারী কর্মকর্তা মনোয়ার হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, জাতীয় আন্তর্জাতিক মান বজায় রেখে নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়ন প্রকাশ করে আসছে পরিসংখ্যান অফিস। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার প্রণীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রকৌশলপত্র প্রণয়নসহ এসডিজি বাস্তবায়ন করছে। এজন্য তারা পরিসংখ্যান অফিস কাজের ভূয়সী প্রশংসা করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে কর্মসুচিতে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা