

ভবদিশ চন্দ্র, (নীলফামারী)জলঢাকা প্রতিনিধি: প্রাণিজ আমিষে ভরবে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় দিনব্যাপী প্রানী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল মাঠে প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (প্রানি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)জিন্নাতুল ইসলাম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: রেজোয়ানুল কবীর, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আউয়াল, পশু চিকিৎসক ডাঃ আলমগীর হোসেন, ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আযম সরকার, প্রমূখ।
উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে প্রদর্শনীতে ৪২ টি স্টল শোভা পায়। এতে ৩ শত খামারী অংশগ্রহণ করে। এসময় বক্তারা, প্রাণিসম্পদ উৎপাদন কৃষি দুগ্ধজাত পন্যর বাজার সৃষ্টি, উন্নত জাতের গরু ও হাসঁ মুরগী প্রদর্শন বিজ্ঞান ভিত্তিক লালন পালন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান ও সর্বোপরি নিরাপদ প্রানিজ আমিষ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা