

ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় বালাগ্রাম ইউ.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২১শে মার্চ) সকালে বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র রায়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ২১০ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিলুফা আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস
সম্পাদক মর্তুজা ইসলাম, বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষিকা ফেরদৌসী আখতার, শিক্ষক মাহফুজার রহমান, অভিভাবক সদস্য পরিতোষ রায়, মিজানুর রহমান প্রমূখ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগ্রাম ইউ.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় ২ শত ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা